বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল করবে ৬টি
- আপডেট সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
যাত্রী এবং যানবাহনের ভিড় বাড়ছে শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে। অতিরিক্ত যাত্রী নিয়ে পারাপার হচ্ছে লঞ্চ ও স্পিডবোট।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশ পথ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে বেড়েছে ব্যক্তিগত যানবাহনের সংখ্যা। ঘোষণা অনুযায়ী পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। শেষ কর্মদিবসে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটেও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ফেরি কম থাকায় ভোগান্তি বাড়ছে বলে দাবি যাত্রীদের। এবার লঞ্চে মোটরসাইকেল বহন নিষেধ করেছে নৌ-পুলিশ।
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে দিন-রাত ছয়টি ফেরি চলাচল করবে। মাঝিরকান্দি-শিমুলিয়া রুটে চলবে চারটি। দুই রুটে ঈদের আগে ও পরে ১০টি ফেরি চলবে।
বাংলাবাজার-শিমুলিয়া রুটে রোরো ফেরি বেগম রোকেয়া ও কে-টাইপ ফেরি ফরিদপুর সংযোজন করা হয়েছে। এখন মোট ৯টি ফেরি চলছে। সকাল থেকে শিমুলিয়া থেকে ছেড়ে আসা লঞ্চ ও স্পীডবোটগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।