বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ফেরির সংখ্যা না বাড়ায় যাত্রী ভোগান্তি
- আপডেট সময় : ০২:৪২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
শীত মৌসুমে পদ্মা নদী শান্ত হলেও বাংলাবাজার-শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে বাড়ানো হয়নি ফেরির সংখ্যা। মাত্র ৫-৬টি ফেরি দিয়ে চলছে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যাক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার। পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস পারাপার শুরু না করায় ভোগান্তি বাড়ছে যাত্রী ও চালকদের।
বর্ষা মৌসুমে তীব্র স্রোতে চলাচলের সময় পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনা ঘটছে। এতে বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে গেল বছরের ১৮ আগষ্ট থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এরপর শরীয়তপুরের জাজিরার মাঝিকান্দি ঘাটে স্থান্তরিত করা হয় ফেরিঘাট। কিন্তু ওই রুটের বিভিন্ন পয়েন্টে ডুবোচর জেগে ওঠায় প্রায়ই বন্ধই থাকে ফেরি চলাচল। যাত্রীরা তুলে ধরেন দূর্ভোগ ভোগান্তির চিত্র।
বাংলাবাজার-শিমুলীয়া রুটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪-৫টি ফেরি দিয়ে জরুরী এ্যাম্বুলেন্স, ব্যাক্তিগত গাড়ি ও দেড় টনের গাড়ি পারাপার করা হয়। মাঝিকান্দি-শিমুলীয়া রুটে ২৪ ঘন্টা ফেরি সার্ভিস চালু রয়েছে।
খুব শীঘ্রই এই নৌরুটে ফেরি সংখ্যা বাড়বে তখন পন্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসসহ সকল পরিবহন পারাপার করা হবে। এমন তথ্য জানান, বিআইডব্লিউটিসির ম্যানেজার।