বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি কমিয়ে দেয়া হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
পদ্মাসেতুর পিলারে ধাক্কার ঘটনায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে ফেরি কমিয়ে দেয়া হয়েছে। এতে চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে। শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে তিনটি ছোট ছোট ফেরি চলাচল করছে।
এতে অনেক যানবাহন এই রুট ব্যবহার করতে পারছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ বেড়েছে। ৫/৬ ঘণ্টা অপেক্ষা করার কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে, বাংলাবাজার নৌপথে ফেরি ব্যবহার করতে আসা যানবাহনকে পাটুরিয়া-দৌলতদিয়া ও চাঁদপুর-শরিয়তপুর রুট ব্যবহারের জন্য বলছে বিআইডব্লিউটিসি। অন্যদিকে, যানবাহনের চাপের পাশাপাশি তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পারের অপেক্ষায় রয়েছে কয়েকশো বাস ও পণ্যবাহী যান। শুক্রবার সকালে পদ্মা সেতুর ১০ পিলারে ফেরি কাকলীর ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল সীমিত করে দিয়েছে সংশিষ্ট কর্তৃপক্ষ।