বাংলাবান্ধা ইমিগ্রেশন পুনরায় চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৯২ বার পড়া হয়েছে
অবশেষে আজ থেকে পুনরায় চালু হয়েছে বাংলাবান্ধা ইমিগ্রেশন। করোনা মহামারীর কারণে দুই বছর ভারত, ভুটান ও নেপালে যেতে এই বন্দর ব্যবহার বন্ধ রাখা হয়।
আজ আনুষ্ঠানিক ভাবে উভয় দেশের মানুষ পারাপারের মাধ্যমে পুনরায় প্রাণ ফিরে পায় বাংলাবান্ধা স্থলবন্দর। ইমিগ্রেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সকাল থেকে উভয় দেশের নাগরিকরা বৈধভাবে যাতায়াত করছে। তবে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক ছিলো আগে থেকেই। সুনির্দিষ্ট কারণ ও নোটিশ না দিয়ে হঠাৎ বন্দর বন্ধ করে দেয় ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েন উভয়দেশের দেশের ভ্রমণকারী মানুষ। আগে থেকে ভিসা পাওয়া ভারতীয়রা ইমিগ্রেশন ব্যবহার করতে পারলেও বাংলাদেশীদের জন্য নতুন করে ভিসা ইস্যু না করায় সমস্যাটি আরও প্রকট হয়। এ নিয়ে এসএ টিভিতে সংবাদ প্রচারের একমাস পর স্বাভাবিক হলো বন্দর।