বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৯৫তম জন্মদিন আজ
- আপডেট সময় : ০১:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার ২৯৫তম জন্মদিন আজ। ১৭২৭ সালের এই দিনে তৎকালীন বাংলার রাজধানী মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন তিনি। স্বাধীনতা ও সার্বোভৌমত্বের প্রতি সিরাজউদ্দৌলার আপোষহীন মনোভাব দেশের স্বার্থেই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন নবাবের নবম প্রজন্ম- নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা।
ব্রিটিশদের শাসক হয়ে ওঠায় মূল বাধা ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। রণকৌশল, দূরদর্শীতা ও নেতৃত্বের গুণে মাত্র সাড়ে ২৮ বছর বয়সেই বাংলার মসনদে বসেন তিনি। কিন্তু ১৪ মাস ১৪ দিন শাসনের পরই পলাশীর যুদ্ধে পরাজিত হন নবাব; যার নেপথ্যে ছিলেন কুখ্যাত মীরজাফর ও খালা ঘষেটি বেগমের বিশ্বাস ঘাতকতা।
সিরাজউদ্দৌলার ৯ম প্রজন্ম নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা। জন্মদিনের শুভক্ষণে পূর্বপূরুষ নিয়ে অনুভূতি তুলে ধরেন উত্তরপূরুষ।
দেশের স্বার্থে সিরাজউদ্দৌলার আপোষহীন ভূমিকার দৃষ্টান্ত রাজনীতিবিদদের অনুসরণের কথা বলেন তিনি।
পাঠ্যপুস্তক থেকে সিরাজউদ্দৌলার ইতিহাস বাদ দেয়ায়, ক্ষোভ জানান তার নবম প্রজন্ম।
জাতীয় স্বার্থে ইতিহাসের মহানায়কদের সত্যিকার মূল্যায়ন করা প্রয়োজন বলেও মত দেন নবাবজাদা আলি আব্বাসউদ্দৌলা।