বাংলা কলেজে রুবেল নামে এক যুবককে চোর ভেবে মারধরের পর হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার বাংলা কলেজে রুবেল মিয়া নামের এক যুবককে চোর ভেবে মারধরের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে ভবনের কেয়ারটেকার আব্দুল জলিল ও তার বন্ধু। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ডিবির যুগ্ম পুলিশ কমিশনার হারুন-অর রশিদ।
আসামীদের গাজীপুর ও রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। আটক কেয়ারটেকার আব্দুল জলিল ও নির্মাণ শ্রমিক আব্দুল মান্নান ঘটনার দায় স্বীকার করেছে। গত ৫ জানুয়ারি লালমনিরহাট থেকে নিখোঁজ হন রুবেল মিয়া। ৯ জুন রাজধানীর বাংলা কলেজ শৌচাগার থেকে তাকে আসামী জলিল উদ্ধার করে। তারপর, চোর ভেবে রসি দিয়ে হাত-পা বেধে মারধরের পর গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ।