বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই
- আপডেট সময় : ১২:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিম আর নেই। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। খবরটি নিশ্চিত করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘অনেক দিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপালে।
একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বাসাতেই ছিলেন। হাঁটতে পারতেন না বলে বিছানাতে শুয়ে-বসে দিন কেটেছে তাঁর। জায়েদ খান জানান, ওয়াসিম করোনায় আক্রান্ত ছিলেন না। মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালি পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হলে সুপারস্টার হয়ে উঠেন তিনি। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। মাঝে একটা বড় সময় তিনি আমেরিকাতে অবস্থান করতেন।বাদ যোহর জানাজা শেষে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওয়াসিমকে।