বাংলা নববর্ষ-বঙ্গাব্দ ১৪২৮’র শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১০:২০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ-বঙ্গাব্দ ১৪২৮’র শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত বছরের মত এবারও পয়লা বৈশাখ ঘরে বসেই উপভোগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষাসহ সরকারের সব বিধি-নিষেধ মেনে এই অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে সবার সহযোগিতা চেয়েছেন সরকার প্রধান। নববর্ষ উপলক্ষ্যে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি ।
নতুন বছর বঙ্গাব্দ ১৪২৮ কড়া নাড়ছে দরজায়। একই সাথে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস – মাহে রমজান। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন, বাঙালির অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক চেতনার সাথে বর্ষবরণের ইতিহাস জড়িত। তবে করোনা মহামারীর এই সংকটে ঘরোয়া পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয়ার আহ্বান জানান তিনি।
করোনা ভাইরাসের মহামারির মধ্যেই কেটেছে ১৪২৭। মানুষের জীবন ও জীবিকাকে সচল রাখতে সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবন সবার আগে।প্রায় ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার ২৩টি প্রণোদনা প্যাকেজ এর উল্লেখ করে সরকার প্রধান বলেন, প্রায় আড়াই কোটি মানুষকে বিভিন্ন সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে।
করোনার ভয়াল থাবা রুখতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেককে টিকা দেয়ার মত প্রস্ততি সরকারের রয়েছে।ঢাকাসহ সারা দেশের প্রতিটি জেলায় করোনাভাইরাস রোগীর চিকিৎসার সুযোগ বাড়ানো হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। মহামারী নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা মানার আহ্বান জানান।
সবাইকে আবারো স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে এই সংকট মোকাবিলার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।