বাংলা বসন্তের আগমনের দিনেই ইংরেজি ভ্যালেনটাইন ডে
- আপডেট সময় : ০২:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
শীতের শেষে এসেছে ফাগুন। বাংলা বসন্তের আগমনের দিনেই ইংরেজি ভ্যালেনটাইন ডে। দিবস যাই হোক প্রত্যয়-প্রত্যাশা, ভালোবাসার মিছিলে ভালো থাকবে সবাই, এমনটাই আশা সবার।
শীতের রুক্ষতাকে বিদায় দিয়ে প্রকৃতি সেজেছে নতুন সাজে। ঝরাপাতার দিনশেষে গাছে গাছে নতুন শাখা-কুঁড়ির গান। শিমুল-পলাশ আর কৃষ্ণচূড়ার মিতালীতে প্রকৃতিতে আগুন রূপে ফাগুনের আগমন। মন রাঙিয়ে বাঙালিও মেতেছে বাসন্তী উৎসবে। প্রেমের ঋতু বসন্তের শুরুতেই ভালোবাসা দিবস হওয়ায় বাঙালিদের মধ্যে এই দিবসের আবেদন যেন একটু বেশিই। বসন্তের মাতাল সমীরণে অকারণের সুখ রঙ মাখিয়ে যায় দিনটি। ১৪ ফেব্রুয়ারি নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পালিত হয় ভালোবাসা দিবস। সেইন্ট ভ্যালেন্টাইন্সের ভালোবাসার রং বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে উৎসবের আমেজে। পালিত হচ্ছে প্রেম ও ভালোবাসার দিন হিসেবে। বসন্তের শুরুতে ভালোবাসার বিশেষ এই দিনটিকে এক গণ্ডিতে আটকে না রেখে ছোট-বড় সবাই বাসন্তী, লাল, সবুজ কিংবা হলুদ রঙের বসনে নিজেদের রাঙিয়ে মেতে উঠতে পারেন ভালোবাসার উৎসবে।