বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ

- আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেনের প্রয়াণ দিবস আজ। ২০১৪ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। স্বল্প পরিসরে সুচিত্রা সেনের স্মৃতি বিজরিত পাবনার পৈত্রিক বাড়িটি স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তুলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলেও এতে খুশি হতে পারছে না জেলার সাংস্কৃতিক কর্মীরা। তাদের দাবি, গড়ে তুলতে হবে পূর্ণাঙ্গ সংগ্রহশালা।
বাংলা সিনেমার কিংবদন্তী নায়িকা পাবনার মেয়ে সুচিত্রা সেন। অভিনয় গুণে তিনি হয়ে উঠেছিলেন দুই বাংলার চলচ্চিত্রপ্রেমী মানুষের মহানায়িকা। সুচিত্রা সেনের শৈশব-কৈশরের একটি অংশ কেটেছে পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই পৈত্রিক বাড়িতে। দেশ ভাগের আগে সুচিত্রা সেনের বাবা করুনাময় দাসগুপ্ত স্ব-পরিবারে কলকাতায় চলে যান। এর কয়েক বছর পর ইমাম গাযযালী ট্রাস্ট বাড়িটি লিজ নিয়ে ইমাম গাযযালী ইনস্টিটিউট গড়ে তোলে। পরে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার দাবিতে আন্দোলনে নামে পাবনার সাংস্কৃতিক কর্মীরা। সব আইনি প্রক্রিয়া শেষে ২০১৪ সালে বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা’ গড়ে তুলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
সংগ্রহশালাটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে দুটি প্রকল্প গ্রহণ করা হয়েছে, জানালেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের এই নেতা। অচিরেই সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত পাবনার পৈত্রিক বাড়িতে পূর্ণাঙ্গভাবে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা গড়ে তোলার উদ্যোগী হবে সরকার-এমনই প্রত্যাশা পাবনাবাসীর।