বাংলা ১৪২৯ বরণে প্রস্তুত জাতি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
রাত পোহালেই নববর্ষ, যথাযোগ্য সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৪২৯ বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত জাতি। নববর্ষে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও, সার্বিক নজরদারি ও নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। রেবের মহাপরিচালক জানান, নিরাপত্তার অংশ হিসেবে সাইবার পেট্রোলিংসহ আকাশ থেকে মনিটরিং করা হবে।
রাত পোহালেই পহেলা বৈশাখ, আনন্দ-উদযাপন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল-শোভাযাত্রা এবং রমনা বটমুলে বৈশাখ বরণ অনুষ্ঠনের মধ্যদিয়ে বরণ করা হবে বাংলা বনবর্ষ ১৪২৯ কে। করোনা মহামারিতে দুই বছর উন্মুক্ত সব অনুষ্ঠান বন্ধ থাকার পর, এবার চালু হচ্ছে সব আনুষ্ঠানিকত।
পয়লা বৈশাখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। রাজধানীর রমনা বটমুল, টিএসসিসহ, সারা দেশে বর্ষবরণের অনুষ্ঠানস্থলে সাদা পোশাকে মোতায়েন থাকবে গোয়েন্দা সদস্যরা। ডগ স্কোয়াডসহ থাকবে স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স।
নিরাপত্তা ব্যবস্থা দেখতে দুপুরে রমনা বটমুল এলাকা পরিদর্শন করেন রেব মহাপরিচালক। আপস
পরিদর্শন শেষে তিনি বলেন, যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত রেব।
নববর্ষকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সাইবার মনিটরিং বাড়ানোর মাধ্যমে জঙ্গি নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত রয়েছেন তারা।
নাশকতার আশঙ্কা এবং নিরাপত্তার প্রয়োজনে রেবের দেয়া নাম্বারে জানানোর আহবান জানা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।