বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপের ঘর্ষে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সালেহ উদ্দিন পিকু ও সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন লাভলু গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় কেশবপুর বাজারে আওয়ামী লীগ সভাপতি সালেহ উদ্দিন পিকুর সমর্থক যুবলীগ নেতা রুমন ও ইসরাতসহ অন্যান্যরা আড্ডা দিচ্ছিলেন। এ সময় আওয়ামীলীগ সেক্রেটারী মহিউদ্দিন লাভলুর সমর্থক যুবলীগের রফিক ও রাশেদের নেতৃত্বে ১০/১২জন নেতাকর্মী সেখানে হাজির হলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয় পরে সংঘর্ষ হয়। এক পর্যায়ে রুমান ও ইসরাতকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে আহতদের বাউফল হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক রুমান ও ইসরাতকে মৃত ঘোষনা করেন। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে তাৎক্ষনিকভাবে ৯ জনকে আটক করা হয়।