বাকীতে নেয়া গাছের চারার দাম চাওয়ায় নার্সারী মালিকে পিটিয়ে আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাকীতে রোপনের জন্য নেয়া গাছের চারার দাম চাওয়ায় নার্সারী মালিক আশাব উদ্দিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব ও তার লোকজনের বিরুদ্ধে।
আহত আশাব উদ্দিন ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় ৩১আগস্ট আদালতে বিপ্লব চেয়ারম্যাসহ ৫ জনকে আসামী করে আদালতে একটি
অভিযোগ দায়ের করেছে। আহত আশাব উদ্দিন জানান, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বিপ্লব চেয়ারম্যান তার ইত্যাদি জাকির নার্সারী থেকে প্রায় ২০ হাজার টাকার গাছের চারা একমাস আগে বাকীতে নেন। পরে টাকা চাইলে বিপ্লব চেয়ারম্যান ২৮আগস্ট বিকালে তার লোকজন নিয়ে আশাবউদ্দিনের ওপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছেন