বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল আইনের নামে কালো আইন করেছে সরকার : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল আইনের নামে কালো আইন করেছে সরকার। জনগণকে বোকা বানাতে গণতন্ত্রের মুখোশ পরেছে এ সরকার। এদিকে, দেশে-বিদেশে শিক্ষার্থীদের অটো-পাসের কোন মূল্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সামাজিক দুরত্ব বজায় রেখে এইচএসসি পরীক্ষা নেয়া যেত বলে মত প্রকাশ করেন অধ্যাপক আসিফ নজরুল। সকালে জাতীয় প্রেসক্লাবে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
করোনার কারণে পরীক্ষা ছাড়া শিক্ষার্থীদের অটো-প্রমোশন দেয় সরকার।
এর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে পরীক্ষা ছাড়াই এইচএসসি পরীক্ষায় ফলাফল শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পর্যালোচনা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটি।
এতে অংশ নেন রাজনৈতিক ও সুশীল সামাজের বিশিষ্ট ব্যক্তিরা।
এবছর পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাশে শিক্ষার্থীদের উত্তীর্ণ করায়-সরকারের এমন সিদ্ধান্তের সমালোচনা করেন বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, করোনার সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মূল্যায়নে সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়া যেতো। সরকার এই বিষয়টিকে অগ্রাধিকার দেয়নি বলেও দাবি করেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, অটো-পাশের কোন মূল্য নেই।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানব বন্ধনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রুহুল আমিন গাজীসহ মিথ্যা মামলায় গ্রেফতার সবার নি:শর্ত মুক্তির দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার মুখোশ পরে গণতন্ত্রকে ধ্বংস করছে।
জনগণের অধিকার ফিরে পেতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।