বাগান বিক্রি না হওয়ায় অনিশ্চয়তায় আম-লিচু চাষীরা
- আপডেট সময় : ০২:২৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
করোনা আতঙ্কে বাগান বিক্রি না হওয়ায়, চরম অনিশ্চয়তায় ঠাকুরগাঁওয়ের আম-লিচু চাষীরা। মৌসুমের এ সময়ে অন্য বছর ঢাকা ও বিভিন্ন জেলার বড় ফল আড়তদাররা বাগান কিনতে ব্যস্ত থাকলেও, পরিবহন ও চলাফেরা বন্ধ থাকায় এবার কেউ আসছেন না। ফলে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বাগান মালিক ও নির্ভরশীল শ্রমিকরা। চরম দুর্দিন কাটাচ্ছেন জেলায় ফলচাষে যুক্ত লক্ষাধিক মানুষ।
ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ছিল মুকুলের সমারোহ। সময়ে মুকুলগুলো আম-লিচুর আকার নিয়েছে তাও বেশ কিছুদিন হলো। বাতাসে দোল খাচ্ছে বাহারী জাতের আম-লিচু। তার মধ্যেই চলছে বাগান শ্রমিকদের কাজ।
এ অঞ্চলের সূর্য্যপুরী, আম্রপালি, হিমসাগর, বান্দিগড়ি, মিশ্রিভোগ ও গোপালভোগ জাতের আম এবং চায়না থ্রী, গোলাপী, বোম্বাই ও কাঠালী লিচুর ব্যাপক চাহিদা দেশজুড়ে। কৃষি বিভাগের তথ্য বলছে, এবার সাড়ে ১০ হাজার হেক্টর জমিতে আম আর সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে।
করোনার কারণে, এবার আয় থেকে বঞ্চিত ও আর্থিক ক্ষতির আশঙ্কায় হতাশা দেখা দিয়েছে বাগান মালিক, শ্রমিক ও মৌসুমী ফল ব্যবসায়ীদের মাঝে। উদ্ভুত পরিস্থিতিতে স্বল্পসুদে ঋণ ও প্রণোদনা দেয়ার দাবি জানিয়েছেন তারা।
কৃষি বিভাগ বলছে, করোনার প্রভাব দ্রত কেটে গেলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আম লিচুর বাম্পার ফলন হবে।
করোনা পরিস্থিতিতে সরকার আম ও লিচু বাগান মালিক ও শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ নেবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।