বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম
- আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩
- / ১৭০১ বার পড়া হয়েছে
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে শুঁটকি মৌসুম। ইতোমধ্যেই চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, পিরোজপুর ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার জেলে রওনা দিয়েছে দুবলার উদ্দেশ্যে। এ বছর শুটকি মৌসুমে বনবিভাগের পক্ষ থেকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে ৭ কোটি টাকা।
বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের দুবলার আলোরকোল, মাঝেরকিল্লা, নারলেবাড়িয়া ও শ্যালারচরে আগামী ৫মাস চলবে শুঁটকি উৎপাদন প্রক্রিয়া। যা শেষ হবে আগামী ৩১ মার্চ।এই পাঁচ মাস ৪টি চরে জেলেরা বাশ, কাঠ, ছন ও পলিথিন দিয়ে ছাপড়া ঘর তৈরি বাস করবেন। জীবিকার তাগিদে মাছ ধরায় ব্যস্ত জেলেদের দর্গম চরে খাবার পানির অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সেবা, ঝড় জলোচ্ছ্বাসসহ নানা সমস্যার সমুখিন হতে হয়।
এবছর দুবলা শুঁটকি পল্লীতে জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য ১ হাজার ১শ ৮টি ঘর, ৭৮টি ডিপো এবং শতাধিক দোকান ঘর স্থাপনের অনুমতি দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার শুঁটকি উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা করছে বনবিভাগ।
গত বছর দুবলার শুটকি পল্লীতে থেকে সাড়ে ৬ কোটি টাকা রাজস্ব আদায় করে বন বিভাগ।