বাগেরহাটের মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতার মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলার একটি চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান যুবলীগ নেতা মোতাহার সরদার। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গেল রাতে মোংলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলায় বিরোধপূর্ণ চিংড়ির ঘেরটি দখল নিতে আব্দুল্লাহ গং ঘেরে থাকা মোতাহার সরদারসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মেম্বর আব্দুল্লাহ শেখের নেতৃত্বে প্রায় অর্ধশত লোক লাঠিসোটা, রড, রামদা ও ছুরি দিয়ে কুপিয়ে মোতাহার সরদার, শুকুর আলী শেখ, আলাউদ্দিন শেখ, রিয়াজুল শেখ, অহিদুল শেখ, তৌহিদুল শেখ ও তানজু শেখকে গুরুতর জখম করে। আহতদের খুলনা মেডিকেল হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান মোতাহার সরদার। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কয়েকজনকে আটক করেছে পুলিশ।