বাগেরহাটে আরও ৩০২ জন ভুমিহীনকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাগেরহাটে আরও ৩০২ জন ভুমিহীনকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হবে। এছাড়া ঘর পাওয়া ভূমিহীনদের পুষ্টি চাহিদা মেটাতে ফলজ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া ভূমিহীন পল্লীতে সরেজমিনে গিয়ে পরিদর্শন করে তাদের সার্বিক বিষয়ে খোজঁখবর নেন এবং তাদের আরো সুযোগ-সুবিধা দেয়ার কথা জানান জেলা প্রশাসক মোহাম্মাদ আজিজুর রহমান। সম্প্রতি বিভিন্ন এলাকায় ঘর নির্মাণে ত্রুটি ধরা পড়লেও বাগেরহাটে রয়েছে ভিন্ন চিত্র। ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ ঘর প্রদান প্রকল্পের প্রথম ও ২য় ফেজে বাগেরহাটে ১ হাজার ৭৪টি ঘরের মধ্যে ৭৭২ পরিবারকে দুই শতক জমিসহ ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। উপকারভোগীদের মধ্যে কেউ কেউ চার-পাঁচ মাস ধরে ঘরে বসবাস করছেন। তারা সবাই ভাল আছেন। সকলেই এই ঘর পেয়ে খুশি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রতি।