বাগেরহাটে কেনা-বেচা হচ্ছে কোটি টাকার সুপারি
- আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়ায় জমে উঠেছে সুপারির হাট। সাপ্তাহিক হাটে কেনা-বেচা হচ্ছে কোটি টাকার সুপারি। ঘূর্ণিঝড় আম্পানের কারণে ফলন কম হলেও, দামে খুশি বিক্রেতারা। তবে, সুপারির উৎপাদন টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে দাবি করেন স্থানীয় জনপ্রতিনিধি। উপজেলার তালেশ্বর স্লুইজ গেট থেকে লবনাক্ত পানি ঢোকা বন্ধ করলে সুপারির উৎপাদন বাড়বে বলে মনে করেন কৃষি কর্মকর্তা।
দেশের অন্যতম অর্থকরী ফসল নাড়িকেল ও সুপারির জন্য বিখ্যাত বাগেরহাট জেলা। নাড়িকেলের ফলন আশঙ্কাজনকহারে কমলেও, সুপারির উৎপাদন ধরে রেখেছে চাষিরা। সবচেয়ে বেশি সুপারি হয় জেলার কচুয়ায়। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার হাটের দিন কোটি টাকার বেচা-কেনা হয়। দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মোকামে পাঠায় পাইকাররা। গত বছরের তুলনায় ফলন কম হলেও, এবার দাম বাড়ায় খুশি চাষিরা।
কৃষকদের সহজ শর্তে ঋণ দেয়ার দাবি করেন, এই জনপ্রতিনিধি।লবনাক্ততা ঠেকাতে বলেশ্বর নদীর পাশের খালগুলো খনন করে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। তাহলে সুপারির উৎপাদন বাড়াবে বলে মনে করেন, কৃষি কর্মকর্তা।
কচুয়ায় এক হাজার দু’শ ১০ হেক্টর জমিতে চার হাজার এক’শ ১৪ মেট্রিক টন সুপারি উৎপাদন হয়।