বাঘ সংরক্ষণে একযুগেও অঙ্গীকার পূরণ করতে পারেনি বন বিভাগ
- আপডেট সময় : ০২:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আজ বাঘ দিবস। বাংলাদেশের সুন্দরবনে অংশে এশিয়ার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের বৃহত্তম আবাসভূমি হলেও বাঘ সম্মেলনের অঙ্গীকার একযুগেও পূরণ করতে পারেনি বন বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনে বাঘের প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও হত্যা বন্ধ করা গেলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে। আর সুন্দরবন বিভাগের বন কর্মকর্তাদের দাবি, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেয়ায় বেড়েছে বাঘের সংখ্যা।
বিশ্বের ১৩টি দেশে বাঘের উপস্থিতি রয়েছে। ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বাঘ সম্মেলনে বাংলাদেশও অঙ্গীকার করেছিলো সংখ্যা দ্বিগুণ করার। কিন্তু সুন্দরবনে ২০১০ সালের জরিপে সাড়ে চারশো বাঘ থাকলেও, তিন বছর পর তা কমে দাঁড়ায় মাত্র ১০৬-এ। সর্বশেষ ২০১৮ সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিলো ১১৪টি।
প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও হত্যা বন্ধে টাইগার প্রজেক্ট বাস্তবায়নসহ বেশকিছু কাযর্ক্রম গ্রহন করে বন বিভাগ।
বন সংরক্ষক জানান ,সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় উপকূল এলাকায় ৪৯টি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এছাড়া ক্ষতিপূরণ নীতিমালা করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি করে চলমান সুরক্ষা ব্যবস্থাপনা কাযর্ক্রম বজায় রাখতে পারলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে।
চলতি বছরে ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে বাঘ শুমারির ফল প্রকাশ করা হবে ২০২৪ সালের মার্চ মাসে।