বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইতালির কাতার বিশ্বকাপ
- আপডেট সময় : ০৬:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বাছাই পর্বেই শেষ হয়ে গেল ইতালির কাতার ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন। প্লে-অফ সেমি-ফাইনালে বৃহস্পতিবার নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ইতালি। অন্যদিকে তুরস্ককে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো রোনালদোর পর্তুগাল।
২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর কাতারেও দেখা যাবে না ইতালিকে। বাঁচা-মরার ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্নক ইতালি। তবে শেষ অবধি তাদের স্বপ্ন ভাঙে নর্থ মেসেডনিয়ার আলেসান্দার ত্রাজকোভস্কির অসাধারণ গোলে। ইতালির বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি ঘটে সেখানেই। অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ সেমিফাইনালে ঘরের মাঠে তুরস্কের বিপক্ষে ৩-১ গোলের জয়ে পেয়েছে পর্তুগাল। এ জয়ে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখলো পর্তুগাল।প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে গেল পর্তুগাল। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়েছিল তুরস্ক। তবে শেষ মূহুর্তের আরো এক গোলে বড় জয় নিশ্চিত হয় পর্তুগালের।