বাজারগুলোতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও ব্যাপকভাবে বেড়েছে মুরগি ও ডিমের দাম
- আপডেট সময় : ০২:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম কিছুটা কমলেও ব্যাপকভাবে বেড়েছে মুরগি ও ডিমের দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগেই দাম চড়া।
ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা বিক্রি হলেও সোনালি মুরগি এবং লাল লেয়ার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকা। আর লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা। এদিকে গত সপ্তাহে ১১০ টাকা ডজনের ডিম কিনতে এখন ক্রেতাকে ১১৫ থেকে ১২০ টাকা গুনতে হচ্ছে। পাশাপাশি শীতের আগাম সবজি শিম গত সপ্তাহের মতো কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। ছোট ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। তবে অন্য সময়ের তুলনায় প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ফলে এসব পণ্য ক্রয়ে মধ্যবিত্ত ও সাধারণ শ্রেণী পেশার মানুষকে নাভিশ্বাস ফেলতে হচ্ছে।