বাজারে চালের দামের লাগাম টানতে রাজধানীসহ দেশজুড়ে অভিযান শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
অস্থির চালের বাজারে দামের লাগাম টানতে রাজধানীসহ দেশজুড়ে শুরু হয়েছে অভিযান। খাদ্য মন্ত্রণালয় ছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের টিমও মাঠে নেমেছে।
এরই অংশ হিসেবে দুপুরে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যান চাল ব্যবসায়ীরা। জরিমানা এড়াতে পালিয়েছে বলে জানান মার্কেটের পাইকারি চালবাজার ব্যবসায়ী সমিতির নেতারা। মূল্য তালিকায় অসঙ্গতি থাকায় ওই বাজারের এসএম রাইস এজেন্সি ও আনোয়ার ট্রেডার্স নামের দুটি দোকানকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এরপর অধিকাংশ ব্যবসায়ী দোকান ছেড়ে সটকে পড়েন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার বলেন, চালের দাম কেন বাড়ছে তার তদারকি করতেই এই অভিযান।