বাজারে ধানের দাম বেশি হওয়ায় কেউ সরকারী খাদ্যগুদামে ধান বিক্রি করতে চাইছে না
- আপডেট সময় : ০৫:১১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
দিনাজপুরে সরকারিভাবে ৩৮ হাজার টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও, এ পর্যন্ত সংগ্রহ হয়েছে মাত্র দেড় হাজার টন। যা মাত্র চার শতাংশের কাছাকাছি। বাজারে ধানের দাম বেশি হওয়ায় কেউ সরকারী খাদ্যগুদামে ধান বিক্রি করতে চাইছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ। তবে কৃষকরা এজন্য কর্মকর্তাদের দায়িত্বহীনতা, অনিয়ম, দুর্নীতি ও হয়রানীকে দায়ী করছে।
দিনাজপুরে হেক্টর প্রতি ধান উৎপাদন হয়েছে প্রায় ৬.৪ মেট্রিক টন। গত এপ্রিল থেকে শুরু হওয়া সরকারের বোরো সংগ্রহ অভিযান চলবে ৩১ আগষ্ট পর্যন্ত। কিন্তু এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে লক্ষমাত্রার মাত্র চার শতাংশের কিছু বেশি। কৃষকদের অভিযোগ, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা ও মিলাররা কৃষক কার্ড নিয়ে নেয়ায়, সরকারকে ধান দিতে পারছেনা তারা।
এদিকে, লোক দেখানো লটারিতে কৃষক না থাকলেও নেতা ও মিলারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আপ্যায়নের আয়োজনও ছিল বেশ। তবে, দায়িত্বশীলদের দাবি, কোনো অনিয়ম হয়নি। জেলায় ট্রাকে ট্রাকে ধান ঢুকছে মিল মালিকদের গুদামে। তাদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগ সম্পর্কে কিছু শোনেননি বলে জানান, এই ব্যবসায়ী নেতা।
বেশ কয়েকবার যোগাযোগ করেও দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে, বিভাগীয় কর্মকর্তা জানান, চালের লক্ষ্যমাত্রা পূরণ হলেও ধান নিয়ে সংশয় রয়েছেন। বোরো সংগ্রহ অভিযানের বিষয়টি খতিয়ে দেখার দাবি করেছেন, জেলার সচেতন মহল।