বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে দেড়শ টাকা
- আপডেট সময় : ০১:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
আমনের ভরা মৌসুমে খুলনায় চালের বাজারে অবৈধ মজুতদার ও সিন্ডিকেটের কারনে চালের দাম বেড়ে যাওয়ায় মজুতদারদের তালিকা করছে খুলনা খাদ্য বিভাগ। বাজারে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে দেড়শ টাকা। সরকারি খাদ্য গুদামে চাহিদার তুলনায় অতিরিক্ত মজুত থাকার পরও দাম বাড়ায় বিস্মিত হয়েছে অধিদপ্তর।আর রাইস মিল মালিক সমিতির নেতারা বলছেন,চালের বাজার বাড়ানোর ব্যাপারে মিলারদের কোন কারসাজি নাই।
চালের অবৈধ মজুত আছে কি নেই, এমন ঘটনার সঙ্গে জড়িতদের নাম-ঠিকানা চেয়ে প্রতিবেদন পাঠাতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দিয়েছে খুলনার খাদ্য অধিদপ্তর। বিভাগে বস্তা প্রতি চালের দাম বেড়েছে গড়ে দেড়শ’ টাকা। অতিরিক্ত মজুত থাকার পরও বাড়তি দামে বিস্মিত কর্মকর্তারা।
আমনের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে বাজারে অবৈধ মজুতদার ও সিন্ডিকেটকে দায়ী করছেন স্থানীয় বখুচরা চাল বিক্রেতারা। জেলা রাইস মিল মালিক সমিতির নেতারা বলছেন, মিল থেকে প্রতি কেজি ৫৫ বা ৫৬ টাকা দরে চাল বিক্রি করা হয়। সেটা খুচরা পর্যায়ে যেয়ে তিন চার টাকা বেড়ে যায় তার দায়ভার তারা নেবেন না। খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক বলছেন, জেলা পর্যায়ের চাল বিক্রেতাদের তালিকা পেলে ব্যবস্থা নেয়া যাবে। জেলা পর্যায়ে তালিকা চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন তা জানাতে রাজি হননি। খুলনার খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল ৪৪-৪৫ টাকা, মাঝারি চাল ৫৪-৫৫ টাকা, চিকন চাল ৬২-৬৪ টাকা ও আতপ চাল ৪৩-৪৪ টাকা দরে বিক্রি হচ্ছে।