বাজারে মাছ-মাংস ও সবজির দাম চড়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ১৬৮২ বার পড়া হয়েছে
খুলনায় ভোজ্যতেলের দাম কমলেও বাজারে মাছ-মাংস ও সবজির দাম চড়া। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ৪০ টাকা কেজির নিচে মিলছে না সবজি। চাল-আটা, ময়দাসহ অন্য নিত্যপণ্যের দামও আকাশ ছোঁয়া। সংসারের খরচ চালাতে নাভিশ্বাস উঠে যাচ্ছে বলে জানান খুলনার খেটে খাওয়া মানুষ।
এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই ৪০ টাকা কেজির বেশি। মাংস ও মাছের দাম আগে থেকেই চড়া ছিল। ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে।গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি দরে। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে। পাইকারি বাজারের অজুহাত দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা খুচরা ব্যাবসায়ীদের।