বাজার ব্যবস্থায় অসাধু সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ সরকার

- আপডেট সময় : ০২:১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
সরবরাহ সংকটের অজুহাতে রাজধানীতে উচ্চমূল্যেই স্থিতিশীল নিত্যপণ্যের বাজার। বেশির ভাগ সবজির কেজি ৪০ থেকে ৬০ টাকা। স্বস্তির খবর নেই মাছ-মাংসের বাজারেও। দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে সংসার নিয়ে বিপাকে মধ্যবিত্তরা। অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকার ব্যর্থ বলে অভিযোগ ক্রেতাদের।
কোন ভাবেই নিত্যপণ্যের দাম বৃদ্ধির লাগাম টানা যাচ্ছে না। বেড়েই চলেছে সব রকম পণ্যের দাম। এতে চাপ বেড়েছে মধ্যবিত্তের সংসারে।
সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে, মাছ-মাংস-মুরগি ও সবজির দাম বাড়িয়েছেন বিক্রেতারা।
বিভিন্ন নিত্যপণ্যে সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে সাধারণ মানুষের পকেট কাটছে অসাধু সিণ্ডিকেট।
এদিকে, উৎপাদন খরচের অজুহাতে বেড়েছে আদা-রসুনের দাম। বেড়েছে আলুর দামও। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
স্বস্তি নেই মাছ বাজারেও। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় বেড়েছে সবরকম মাছের দাম।
সামান্য কমে ব্রয়লার মুরগি কেজি এখন ২২০ টাকা, সোনালি মুরগির দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৮০ টাকা।
তদারকির অভাবে বিক্রেতারা ইচ্ছেমতো নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।