বাজার সিন্ডিকেটে বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে : কাদের
- আপডেট সময় : ০৭:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৩২ বার পড়া হয়েছে
বাজার সিন্ডিকেটে বিএনপির সম্পৃক্ততা থাকতে পারে– এমন দাবি করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মজুতদারদের খুঁজে বের করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় আছে সরকার। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশী জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রিয় কার্যালয়ে আওয়ামী মহিলা লীগ ও যুব মহিলা লীগের সাথে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমালিয়ায় জিম্মি বাংলাদেশি জাহাজ ও নাবিকদের উদ্ধারে সরকার সক্রিয় আছে জানিয়ে তিনি বলেন, এবিষয়ে খুবই তৎপর এবং সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে চলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সবখানে ব্যর্থ বিএনপি দ্রব্যমূল্য নিয়ে সরকারের উপর দোষ চাপাচ্ছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য সিন্ডিকেট করতে পারে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে উল্লেখ করে চেক-আপের সাথে তাঁকে বিদেশে নেয়ার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।