বাজেটের অর্থ সঠিক ব্যবহারে আগে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি বগুড়ার নাগরিকদের
- আপডেট সময় : ০৯:১৬:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হলেও, এই অর্থের সঠিক ব্যবহারে আগে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি বগুড়ার নাগরিকদের। শুধু অবকাঠামো নির্মাণ, কেনাকাটা আর বেতন-ভাতার পেছনে সব খরচ না করে জনগণের স্বাস্থ্য রক্ষায় রোগ প্রতিরোধ কর্মসূচিতে বড় ধরনের পদক্ষেপ নেবার দাবি তাদের। কারণ করোনা সবাইকে এখন চিকিৎসার আগে প্রতিরোধের শিক্ষাই দিচ্ছে। আর এতে চিকিৎসা ব্যয়ের তুলনায় খরচও অনেক কম।
স্বাস্থ্য খাতে এবারের বাজেটে ২৯ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর পাশাপাশি করোনা মোকাবেলায় রাখা হয়েছে আরো ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ। এসব বরাদ্দের অর্থ প্রতিবছরের নিয়মে অবকাঠামো নির্মাণ, সরঞ্জাম কেনাকাটা আর জনবল নিয়োগ ও বেতন-ভাতাতেই খরচ হবে। যদিও স্বাস্থ্য ব্যবস্থার মূল কথা- রোগ প্রতিরোধে নেই তেমন কোনো বাজেট। অথচ চিকিৎসা খাতের সব ঘাটে ঘাটেই শত শত কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনেক পুরনো।
তাই এবার চিকিৎসা ব্যয়ের পাশাপাশি রোগ প্রতিরোধমূলক কর্মসূচিতেও সমান বরাদ্দ চান সচেতন নাগরিকরা। সেইসঙ্গে এ খাতে দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ চান সবাই।
রোগ প্রতিরোধে বিশেষ কর্মসূচি নেয়া হলে চিকিৎসা ব্যয় ও মানুষের ভোগান্তিসহ অনিয়ম-দুর্নীতি অনেক কমে যাবে বলে মনে করেন চিকিৎসক নেতারা।
গ্রাম পর্যায়ে করোনার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবি এ অঞ্চলের মানুষের।