বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নাগরিক অধিকার বিরোধী :দেবপ্রিয় ভট্টাচার্য
- আপডেট সময় : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
বাজেটে বিত্তশালীদের করের মাত্রা ২৫ শতাংশ থেকে কমানো ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন এসডিজি প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়লগ- সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বিকেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে ‘এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১ শীর্ষক ভার্চুয়াল সংলাপে এ মন্তব্য করেন তিনি। এ সময় কালো টাকাকে ১০ শতাংশ হারে বৈধকরণ নাগরিক-অধিকার বিরোধী বলেও জানান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আর দারিদ্রতার হার আরো বাড়বে স্বীকার করে বর্তমান পরিস্থিতিতে সরকারকে অন্তত দু’কোটি পরিবারকে নিয়ে ভাবতে হবে বলে জানালেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম।
এসডিজি কাঠামোকে অবলম্বন করে অর্থনীতি পুনরুদ্ধারের সুপারিশ তুলে ধরতে ‘এসডিজি’র নতুন চ্যালেঞ্জ ও বাজেট ২০২০-২১ শীর্ষক ভার্চুয়াল সংলাপের আয়োজন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের।
শুরুতে মূল প্রতিবেদন পিছিয়ে পড়া মানুষের প্রতি খেয়াল রেখে কর্মপরিকল্পনা তৈরি এবং জাতীয় অর্থনীতি পুনর্গঠনে এসডিজিকে কাঠামো হিসেবে ব্যবহার করাসহ ৫ দফা সুপারিশ তুলে ধরেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ সসময় বাজেটে বিত্তশালীদের করের মাত্রা ২৫ শতাংশ থেকে কমানো ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সংলাপে অংশ নিয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম বলেন, দেশে দারিদ্রতা হার আরো বাড়বে।
তিনি বলেন, ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন না হলে ২ হাজার ৩০ সালে দারিদ্র্যতা শূন্যে নামানো সম্ভব হবে না।
সংলাপে চলমান মহামারিতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনায় অংশ নেয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়ন কর্মী-বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও যুব প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।