বাজেটে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে সরকার: এফবিসিসিআই
- আপডেট সময় : ১০:৩৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় দ্বাদশ জাতীয় সংসদের প্রস্তাবিত প্রথম বাজেটকে জনবান্ধব ও ব্যবসায়ী-বান্ধব উল্লেখ করে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই বলেছে, বাজেটে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। আর ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি জানান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে চেষ্টা করলে এ বাজেট বাস্তবায়নযোগ্য।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই’এর সভাপতি জানান, প্রস্তাবিত বাজেট যৌক্তিক ও বাস্তবসম্মত। বাজেটে জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে। তিনি আরো বলেন, ঘাটতি বাজেট পূরণে সরকার দেশীয় ব্যাংক থেকে ঋণ নিলে ব্যবসায়ীরা ঋণ পাবে না এবং বিনিয়োগ ও উৎপাদন বাড়বে না। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে রপ্তানী বাড়িয়ে বিদেশী ঋণ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় এফবিসিসিআই। এদিকে প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে, দেশের ব্যবসায়ীদের একক বৃহত্তম সংগঠন- ঢাকা চেম্বার অফ কমার্স। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি জানান সবার সম্মিলিত প্রচেষ্টায় এ বাজেট বাস্তবায়ন সম্ভব।