বাড়ির প্রধান ফটকে তালা মারায় জামালপুরে এক পরিবার অবরুদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
জামালপুরের মাদারগঞ্জের গুনারীতলার এক পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের উদ্দ্যেশে বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। তাদেরকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে।
অবরুদ্ধ পরিবারের প্রধান বাচ্চু সরকার জানান, পৈত্রিক বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদের জন্য বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন সাবেক গুনারীতলা ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না। দুপুরে আয়না তার দলবল নিয়ে জোড়পূর্বক পরিবারটিকে বাড়ি ছাড়া করতে তান্ডব চালায়। এ সময় বাচ্চু সরকার প্রতিবাদ করলে তাকে বাড়িতে রেখেই প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়ে অবরুদ্ধ করে রাখে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। এ অবস্থায় প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেছে তারা।