বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি’র মাধ্যমে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়
- আপডেট সময় : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২১ বার পড়া হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ আমদানি করে বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের পেঁয়াজ আমদানির সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি। দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে মত বিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের ।
জাতীয় সড়ক পরিবহন মটর শ্রমিক ফেডারেশন এর সভাপতি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তাকুর রহমান মোস্তাক-এর সভাপতিত্বে জাতীয় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান জিএম কাদের।এ সময় পেঁয়াজের বাজারের অস্থিরতা নিয়ে সমালোচনার পাশাপাশি সমস্যা সমাধানে সরকারের করনীয় তুলে ধরেন জিএম কাদের।
শ্রমিকদের কল্যাণ তহবিলের নামে হাজার কোটি টাকা কিছু সংখ্যক মানুষ লুটপাট করেছে বলেও জানান তিনি।দেশের অন্যান্য সংগঠনের মতই শ্রমিক সংগঠনগুলোকে সরকারের পুরো নিয়ন্ত্রণে রাখার আহবানও জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের