বাতিঘর প্রকাশন থেকে বেরিয়েছে সেলিম মোজাহারের মহাকাব্যিক পালানাট মহাস্থান দ্য গ্রেটল্যাণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:১১ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বাতিঘর প্রকাশন থেকে বেরিয়েছে সেলিম মোজাহারের মহাকাব্যিক পালানাট– মহাস্থান দ্য গ্রেটল্যাণ্ড।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা হিসেবে ‘মহাস্থান দ্য গ্রেটল্যাণ্ডে’র মূল নাটলিপির প্রকাশ উপলক্ষে বিকেলে ঢাকায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আলোচনা, আড্ডা ও নাট্যপ্রদর্শনী অনুষ্ঠিত হয়। ব্র্যান্ডিং দ্য গ্রেটল্যাণ্ড এবং জাতীয়তাবাদী গোলকধাঁধা শিরোনামের আলোচনায় অংশ নেন মঞ্চসারথি আতাউর রহমান, অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ, নাট্যজন লিয়াকত আলী লাকী ও নাট্যজন মাসুম রেজা, অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক মানস চৌধুরী, মেহের নিগার জুনসহ নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় নাট্য সংগঠন- ‘অনুস্বর’ মঞ্চায়ন করে মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় বুদ্ধদেব বসুর গল্প- “অনুদ্ধারণীয়”।