বান্দরবানে জামছড়ি এলাকায় অস্ত্রধারীর গুলিতে আহত সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা’র মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বান্দরবান সদর উপজেলা জামছড়ি এলাকায় অস্ত্রধারীর গুলিতে আহত সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা মারা গেছেন।
ভোরে জামছড়ির এলাকায় নিজ বাড়িতে মারা যান তিনি।পুলিশ জানায়, গত ২২ ফেব্রুয়ারি জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে জামছড়ি এলাকায় একটি দোকানে আড্ডা দেয়ার সময় তাঁদের উপর গুলি চালায় একদল অস্ত্রধারী। ঘটনাস্থলে মারা যান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। গুলিবিদ্ধ হন আরও পাঁচজন। পরে গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল শুক্রবার হাসপাতাল থেকে নিয়ে আসার পর আজ ভোরে মারা যান আহত এই সাবেক ইউপি সদস্য।