বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কারপন্থী দলের ৬ জন নিহত
- আপডেট সময় : ১১:৫৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
বান্দরবানে সদর উপজেলা বাঘমারা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে জেএসএস সংস্কারপন্থী দলের ৬ জন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন।
সকাল ৭টায় এ ঘটনা ঘটে। নিহতদের সবাই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সংস্কারপন্থী কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মী।নিহতরা হলেন, বিমল কান্তি চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, জিতেন ত্রিপুরা, মিলন চাকমা এবং রতন সেন তঞ্চঙ্গ্যা। এর মধ্যে রতন সেন তঞ্চঙ্গ্যা সংস্কার দলের বান্দরবান জেলা কমিটির সভাপতি। এর মধ্যে আহতরা হলেন নিরু চাকমা, বিদ্যুাৎ চাকমা এবং প্রতিবেশী হ্লাওয়ংচিং মারমা। আহত তিন জন বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ জানায়, সকালে রতন সেন তঞ্চঙ্গ্যার বাড়িতে খাবারের রান্না চলছিল। এসময় কয়েকজন পোশাকধারী সন্ত্রাসী ঘরে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে সংস্কারপন্থী দলের ৬ জন নেতাকর্মী মারা যায়। এ ঘটনায় মূল দল জনসংহতি সমিতি সন্তু লারমা দলকে দায়ী করেছে সংস্কারপন্থী দলের নেতারা। ঘটস্থল পুলিশ ও সেনাবাহিনী ঘিরে রেখেছে।