বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাবাকে হত্যার দায়ে তিন ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খাঁন এ রায় দেন। এ সময় আসামিরা পলাতক ছিলেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ২৬ আগস্ট জমি লিখে না দেওয়ায় বাবা করিমকে পিটিয়ে হত্যা করে তার ছেলেরা। পরে এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মোসাম্মত সাফিয়া খাতুন বাদী হয়ে তিন ছেলেসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন।আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নুরুল ইসলাম বলেন, মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে এ মামলায় আটজনের মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের খালাস দিয়েছে আদালত।