বাবুনগরীসহ ৫০ হেফাজত নেতার সম্পদের তথ্য চেয়েছে দুদক
- আপডেট সময় : ০৮:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বাবুনগরীসহ ৫০ হেফাজত নেতার সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। সংস্থার সচিব জানান, হেফাজত নেতাদের, জমির পরিমাণ ও বিদেশ সফরের তথ্য চেয়ে ভূমি এবং ইমিগ্রেশন বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া ৫০ নেতার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞাও দিতে পারে দুদক।
হেফাজত নেতাদের অবৈধ সম্পদের অনুসন্ধান করতে ১৭ মে ছয় সদস্যের বিশেষ টিম গঠন করে দুদক। অনুসন্ধান টিম প্রাথমিকভাবে হেফাজতের পঞ্চাশ নেতার সম্পদের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় । একই সাথে হেফাজত নেতাদের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানরে জমির দাগ খতিয়ানসহ নথি চেয়ে সংশ্লিষ্ট রেজিষ্ট্রার এবং সহকারী ভূমি কমিশনারের কার্যালয়েও চিঠি পাঠায় প্রতিষ্ঠানটি।
দুদক সচিব জানান, হেফাজতের ৫০ নেতার মধ্যে রয়েছেন আহবায়ক বাবুনগরী, মামুনুল হক, জুনায়েদ আল হাবিব, অর্থ সম্পাদক মনির হোসেন কাশেমী, আজিজুল হক ইসলামাবদি । আনোয়ার হোসেন হাওলাদার জানান, অভিযুক্তদের জিজ্ঞাসবাদ করতে তলব করা হতে পারে।
অনুসন্ধানে যার বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাবে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার ।