কাঙ্খিত দাম না পাওয়ায় লোকসানে পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষীরা
- আপডেট সময় : ০১:৩৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বাম্পার ফলনের পরও কাঙ্খিত দাম না পাওয়ায় লোকসানে পড়েছে মানিকগঞ্জের মরিচ চাষীরা। করোনা সংক্রমণ রোধে বিমান চলাচল প্রায় বন্ধ থাকায়, কাঁচা মরিচের রপ্তানি হুমকির মুখে পড়েছে। যার প্রভাব মানিকগঞ্জের পাইকারি বাজারে পড়ায় কমে গেছে মরিচের দাম।
অনুকূল আবহাওয়া আর উন্নত পরিচর্যায় চলতি মৌসুমে মানিকগঞ্জে মরিচের ফলন ভালো হয়েছে । জেলায় তিন হাজার নয়’শ ১১ হেক্টর জমিতে চাষ হয়েছে। এতে ফলন হয়েছে ৬ হাজার চার’শ ৫৩ মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ-বিদেশে রপ্তানি হয়ে আসছে মানিকগঞ্জের কাঁচা মরিচ। তবে, করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় প্রায় শূণ্যের কোটায় নেমে এসেছে রপ্তানি বাজার। এর প্রভাব পড়েছে স্থানীয় হাট-বাজারেও।
বিমান চলাচল সীমিত হওয়ায় মরিচ রপ্তানি করা যাচ্ছে না। এতে করে চাষিদের লোকসান গুনতে হচ্ছে বলে জানান, এই ব্যবসায়ী। সরকারি বিশেষ ব্যবস্থায় মরিচ বপ্তানির ব্যবস্থা করার দাবি জানিয়েছে চাষীরা।