বাম্পার ফলনের পরও ৫’শ টাকার নিচে মিলছে না একটি তরমুজ
- আপডেট সময় : ০৪:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বরিশালে বাম্পার ফলনের পরও ৫’শ টাকার নিচে মিলছে না একটি তরমুজ। রমজানে চাহিদা দ্বিগুণ বাড়ায় সুযোগ বুঝে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। কিন্তু, তরমুজ চাষিরা পাচ্ছে না ন্যায্য দাম। কৃষি বিভাগ বলছে, চাষের শুরুতে অসময়ের বৃষ্টি এবং চলমান খরায় এবার উৎপাদনেও কিছুটা ক্ষতি করেছে। নারায়ন সাহার তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট।
ফাল্গুনের মাঝামাঝি থেকে বৈশাখের শেষ পর্যস্ত তরমুজের মৌসুম। প্রকার ভেদে ড্রাগন, জাগর এবং সুপার নামে ৩ ধরণের তরমুজ চাষ হচ্ছে বরিশালে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে। গেলো বছর মূল্য ভালো পেয়ে এবছর বাড়তি উৎসাহ নিয়ে তরমুজ আবাদ করেছেন অধিকাংশ কৃষক। তবে অসময়ের বৃষ্টি, প্রচণ্ড খরতাপ এবং ভাইরাসে দিশেহারা অনেক কৃষক।
কৃষকরা জানান, ভাইরাসের আক্রমণে গাছ নষ্ট হয়ে গেছে। যে জমিতে গত বছর ২ লাখ টাকা লাভ হয়েছে এবছর সেই জমির খরচ ওঠাই দায়। পাইকাররা বেশি দামে বিক্রি করলেও কৃষক পাচ্ছে না ন্যায্য দাম।
কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, রোজায় বাজারে তরমুজের চাহিদা প্রচুর। কৃষকরা ভালো ফলন পাচ্ছেন এবং ভালো মূল্য পাবেন।।
এ বছর বিভাগে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার ৬৮৮ হেক্টর। আবাদ হয়েছে ৪৬ হাজার ৪৫১ হেক্টর জমিতে।