বাম্পার ফলনের পরেও অস্থির হয়ে উঠেছে কুষ্টিয়ায় চালের বাজার
- আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বোরোর বাম্পার ফলনের পরেও কুষ্টিয়ায় চালের বাজার অস্থির হয়ে উঠেছে। মাত্র এক সপ্তা’র ব্যবধানে সরু ও মোটাসহ সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। বন্যাকে সামনে রেখে মিলার ও ব্যবসায়ী সিন্ডিকেটের গুদামজাতের কারসাজিতে হঠাৎ করেই চালের বাজার উর্ধ্বমুখী বলে অভিযোগ করেছেন ক্রেতা ও খুচরা দোকানিরা। তাই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার দাবি তাদের।
গত বছর এ সময়ে কুষ্টিয়ার চালের বাজারে সুপার মিনিকেটসহ সব ধরনের সরু চালের কেজি ছিল ৪০ থেকে ৪২ টাকা, কাজল লতা, বাশমতি ৪৪ থেকে ৪৬ টাকা। আঠাশসহ মোটা চাল ছিল ৩২ থেকে ৩৮ টাকার মধ্যে। তবে এ বছর সব ধরনের মোটা ও সরু চাল কেজিতে বেড়েছে ৮ থেকে ১০ টাকা। এক সপ্তাহের ব্যবধানে কয়েক দফা চালের দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের কারসাজি আর মনিটরিং না থাকায় চালের দাম বেড়েই চলেছে বলে অভিযোগ ক্রেতাদের।মূলত চালের মুল্য বৃদ্ধির জন্য মিলার এবং আড়ৎদারদের দায়ী করছে ক্রেতারা।
অন্যদিকে, ধানের দাম বাড়ায় চালের দামেও এর প্রভাব পড়েছে বলে দাবি করেছেন মিলাররা । আর আড়তদাররা বলছেন, করোনায় পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় চালের দাম বেড়েছে । করোনায় লোকসান দিয়ে এ শিল্পকে টিকিয়ে রাখার পরও সরকারী কোন প্রণোদনা না পাওয়ার অভিযোগ চালকল মালিক সমিতির নেতাদের।
মিলার ও ব্যবসায়ীদের কারণে বাজারে চালের দাম বেড়েছে। তাই বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের পাশপাশি জরিমানা করার হুশিয়ারি দিয়েছেন বাজার কর্মকর্তা।