বাসাইল-সখীপুর রাস্তার উন্নয়ন কাজে ধীর গতির কারণে চরম ভোগান্তি

- আপডেট সময় : ১১:২৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লিংক রোড বাসাইল-সখীপুর রাস্তার উন্নয়ন কাজ শুরু হলেও ধীর গতির কারণে চরম ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার অসংখ্য মানুষ। শুধু উন্নয়ন কাজে ধীরগতিই নয়, কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের দাবি, অপরিকল্পিতভাবে কাজ করায় প্রায়ই যানজট লেগে থাকে এই সড়কে। তবে, এসব অভিযোগ অস্বীকার করে সড়ক কর্মকর্তারা বলছেন, নিয়ম মেনেই চলছে সড়ক উন্নয়নের কাজ।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া থেকে বাসাইল পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজ শুরু হয় ২০১৯ সালে এপ্রিল মাসে। শুরুর দিকে এই উন্নয়ন কাজের গতি থাকলেও এখন আর সেভাবে এগুচ্ছে না। এতে প্রতিদিনই বাসাইল ও সখীপুর উপজেলাবাসীর জেলা সদরের সঙ্গে যোগাযোগে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
১২ ফুট প্রশস্ত এই সড়কে ২৩ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে রাস্তার দু’পাশে ৩ ফুট করে বাড়িয়ে ১৮ ফুট করা হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ক্লাসিক বিল্ডার্স ও মইন উদ্দিন বাসী যৌথভাবে কাজ শুরু করলেও মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
উন্নয়নের কাজটির দিকে নজর দারি রাখা হবে বলে জানালেন উপজেলা চেয়ারম্যান। দিকে, উন্নয়ন কাজের কারণে সাময়িক দুর্ভোগ হতেই পারে উল্লেখ করে, অগ্রগতি নিয়েও সন্তুষ্টি জানিয়েছে সড়ক বিভাগ।
মান ঠিক রাখাসহ সময় মতো রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হবে, এমনই প্রত্যাশা স্থানীয়দের।