বাসের ধাক্কায় ৬ জন ও মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত
- আপডেট সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ৬ জন ও মানিকগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছে।
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে বাসের ধাক্কায় ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬ জন। সকাল ৭টার দিকে রয়েল পরিবহনের ধাক্কায় মর্মান্তিক এ দুঘটনাটি ঘটে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান। ঘাতক বাসটিকে আটক করা হলেও ড্রাইভার ও হেলপার পালিয়েছে গেছে। পুলিশ জানায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়েল পরিবহনের নৈশ কোচটি আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে সরোজগঞ্জ বাজার অতিক্রম করছিল। এ সময় বাসটি স্যালোইঞ্জিন চালিত আলমসাধু, পাখি ভ্যান ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। গুরুতর আহত ১০ জনকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ৪ জন নিহত হয়। নিহতরা হলেন, রাজু, শরিফ, সোহাগ, কালু, পল্লী চিকিৎসক মিলন ও বাবলু। আহত ৬ জনকে আশংকাজনক অবস্হায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জের সিংগাইর- হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আশরাফ আলী ও পিকআপ ভ্যানে থাকা আব্দুল্লাহ নামের এক শিশু। গেলরাতে সিংগাইরের বস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।