বাসের সাথে মহেন্দ্র’র সংঘর্ষে ড্রাইভারসহ পাঁচজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২০
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে বাসের সাথে মহেন্দ্র’র সংঘর্ষে ড্রাইভারসহ পাঁচজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও দু’জন।
স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে, ঢাকা থেকে খুলনাগামী গ্রিন লাইনের একটি বাস খানখানাপুর ছোট ব্রিজ অতিক্রম করার সময় মহেন্দ্রের সাথে সংঘর্ষ হয়। মহেন্দ্রটি দৌলতদিয়া থেকে রাজবাড়ী মোড় যাচ্ছিল। এ সংঘর্ষে সেখানেই মহেন্দ্র চালক ও চার যাত্রী নিহত হয়। এছাড়া গুরুতর আহত হয় আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক।