বাসে আগুন দিয়ে রাজনীতিকে অস্থির করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে : জানিপপ চেয়ারম্যান
- আপডেট সময় : ০৭:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাসে আগুন দিয়ে রাজনীতিকে অস্থির করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে বলে মনে করেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ- জানিপপের চেয়ারম্যান এবং রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। আর গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতে জনগণের দৃষ্টি ঘোরাতেই সরকারী মদদে বাস পোড়ানো হয়েছে। তবে উভয় বিশেষজ্ঞ মনে করে এ ধরনের নাশকতার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক সাজা দেয়া প্রয়োজন। এসএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব মূল্যায়ন তুলে ধরেন তারা।
[ঘড়ির কাটায় তখন ১২টা পল্টনের বিএনপি কার্যালয়ের উল্টো দিকে আনন্দ কমিউনিটি সেন্টারের সিসি ফুটেজ এটি। যাত্রীদের নামিয়ে দিয়ে কর কমিশনের একটি গাড়িতে আগুন দেয় কালো পোশাকধারী একজন। একইভাবে গেল ১২ নভেম্বর রাজধানীর বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি গাড়ীতে আগুন দেয় দুর্বৃত্তরা। হতাহতের ঘটনা না ঘটলেও সাধারণ মানুষের কাছে, ৫ জানুয়ারির নির্বাচনী সহিংসতা কি আবার ফিরে আসছে]
নির্বাচন পর্যবেক্ষকের পাশাপাশি একজন রাজনৈতিক বিশ্লেষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমুল্লাহ। তিনি বলেন, আগুণ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে উত্তাপ তৈরীর ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।
তবে ঢাকা-১৮ উপনির্বাচনে ভোটারদের কম উপস্থিতির সমালোচনা চাপা দিতেই বাস পোড়ানো ঘটনা সংগঠিত হয়েছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
এধরনের নাশকতার পুনরাবৃত্তি রোধে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি দৃষ্টান্তমূলক সাজা দেয়া প্রয়োজন বলেও মত দেন তারা।
উত্তাপের পরিবর্তে দেশের চলমান রাজনীতিতে শীতলতা বিরাজ করছে, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়, এমন মতও দেন বক্তারা।