বাস মালিককে মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে বাস চলাচল বন্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
মাহেন্দ্র গাড়ি চালক কর্তৃক বাস মালিককে মারধরের প্রতিবাদে ঝালকাঠি-বরিশালসহ ১০ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
সকালে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বাস মালিক গোলাম রসুল আঞ্চলিক মহাসড়কে মাহিন্দ্র গাড়ি চলাচলে বাধা দিলে মাহিন্দ্র চালকরা তাকে মারধর করে। পরে ঝালকাঠি-বরিশাল, খুলনা, বাগেরহাট ও পিরোজপুরসহ ১০ টি রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। ঝালকাঠি-বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে থ্রিহুইলার মাহিদ্রা গাড়ি চলাচল নিষিদ্ধ করা হলেও ঝালকাঠিতে সুযোগ পেলেই এ গাড়িগুলো চলাচল করছে। মালিক সমিতি বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েও তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না।