বিআরবি হাসপাতাল নিয়ে এসেছে অর্থোপেডিক সার্জারির ও-আর্ম প্রযুক্তি
- আপডেট সময় : ০৮:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৪৬ বার পড়া হয়েছে
বাংলাদেশে প্রথমবারের মতো বিআরবি হাসপাতাল নিয়ে এসেছে, অর্থোপেডিক সার্জারির ও-আর্ম প্রযুক্তি। অপারেশন থিয়েটারে নেভিগেশন সিস্টেমে ও-আর্মের মাধ্যমে, সহজে ও নিখুঁতভাবে অপারেশন করা যায় যায় বলে জানিয়েছেন হাসপাতালটির অর্থোপেডিক কনসালটেন্ট ডা.অনন্ত কুমার সেন। তিনি জানান, এখানে তুলনামূলক কম খরচে বিশ্ব মানের অত্যাধুনিক সেবা পেয়ে খুশি রোগীরা।
দেশের মানুষের সেবার ব্রত নিয়ে রাজধানী ঢাকার পান্থপথে, নির্মিত হয়েছে বিশ্বমানের আধুনিক বিআরবি হাসপাতাল।
হাসপাতালটিতে অর্থোপেডিক সার্জারির জন্য রয়েছে স্বয়ং সর্ম্পূন ইকুইপমেন্ট ও অপারেশন থিয়েটার। দেশে প্রথম বিআরবি হাসপাতাল নিয়ে এসেছে অর্থোপেডিক সার্জারির o-arm প্রযুক্তি; যার মাধ্যমে নির্ভুলভাবে অর্থোপেডিক সার্জারির জটিল অপারেশন করা হচ্ছে।
৩ ডি পিকচারের মাধ্যমে o-arm দ্বারা সুক্ষ্মভাবে অপারেশন করা যায় বলে জানান অর্থোপেডিক কনসালটেন্ট ডা.অনন্ত কুমার সেন।
বিআরবি হাসপাতালে, স্বল্প খরচে উন্নত মানের সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা।
বিআরবি হাসপাতালের অত্যাধুনিক নিউরোমনিটর, ইমেজিং ও নেভিগেশন সরঞ্জাম দিয়ে নিখুঁতভাবে অর্থোপেডিক সার্জারি করা হয়।