বিউটি ব্লগারকে হত্যাচেষ্টার ঘটনায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে হত্যাচেষ্টার ঘটনায় মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদসহ ৩ জনকে গ্রেফতার করেছে রেব।
বিকেলে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মিডিয়া উইং পরিচালক খন্দকার আল মঈন। তিনি জানান, রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় যৌথ অভিযানে ঘটনার মূলহোতা ফুয়াদ আমিন ইশতিয়াক, সাইমা শিকদার নিরা ও আব্দুল্লাহ আফিফ সাদমানকে গ্রেফতার করে রেব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়, ভিকটিমের ছিনিয়ে নেয়া মোবাইল, প্রতারনার কাজে ব্যবহৃত অবৈধ ওয়াকিটকি সেট, খেলনা পিস্তল ও মোবাইল ফোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে আটক ব্যক্তিরা জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান খন্দকার আল মঈন।