বিএনপিই এ দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধারক-বাহক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০০:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মুখে দুর্নীতির বিরুদ্ধে ফেনা তুললেও বিএনপিই এ দেশে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ধারক-বাহক। বিপরীতে শেখ হাসিনা সরকার দুর্নীতির বিরুদ্ধে গ্রহণ করেছে শূণ্য সহিষ্ণুতা নীতি।
সকালে ময়মনসিংহ সড়ক জোনের বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন তিনি। করোনা কখন কমবে এবং কখন বাড়বে তার নিশ্চয়তা না থাকায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ে আত্মতুষ্টিতে ভোগার কারণ নেই। প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে সকলের শিক্ষা নিতে হবে এবং সামাজিক দুরত্ব মেনে শতভাগ মাস্ক পরিধান করতে হবে। এসময় তিনি বলেন, আগামী ৬ মে থেকে ঈদ সামনে রেখে জনস্বার্থ বিবেচনায় সরকার শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। তবে জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এবং কোন ভাবেই জেলার সীমানা অতিক্রম করতে পারবে না।