বিএনপিকে জনসমর্থনের প্রমান দিতে নির্বাচনে আসার আহবান আমীর হোসেন আমুর
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ১০:৩৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বিএনপিকে জনসমর্থনের প্রমান দিতে নির্বাচনে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমীর হোসেন আমু। আর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচনে না আসলে মুসলিম লীগের মতই হারিয়ে যাবে বিএনপি। বিকেলে ঢাকায় ১৪ দল আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তারা। আর শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেন সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিকেলে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভার আয়োজন করে কেন্দ্রীয় ১৪ দল।
সভায় ১৪ দলের শরীক নেতারা বলেন, শেখ হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে দেয়া হবে না। সংবিধান মতো যথাসময়েই হবে নির্বাচন।
এসময় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, নির্বাচনে না আসলে মুসলীম লীগের মতই হারিয়ে যাবে বিএনপি।
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, জনসমর্থন নেই বলেই ষড়যন্ত্র করে নির্বাচন বাতিল করতে চায় বিএনপি।
সংবিধান অনুযায়ী নির্বাচন করতে বিভিন্ন রাজনৈতিক জোট এগিয়ে আসছে বলেও জানান তিনি।